শহর প্রতিনিধিঃ
ফেনীতে অতিরিক্ত দামে চাল বিক্রি করায় আড়ৎদার সহ ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম এ জরিমানা করেন।
মো: আছাদুল ইসলাম জানান, দুপুরে ফেনী শহরে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়।
এসময় অতিরিক্ত দামে চাল বিক্রি করার অপরাধে তাকিয়া রোডে আদর্শ রাইচ এজেন্সিকে ৩০ হাজার, মূল্য তালিকা না থাকায় ডিএস রাইচ এজেন্সিকে ৫ হাজার ও নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করার অপরাধে বড় মসজিদ রোডে আরজু রেস্তোরাঁকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভেজাল ও অনিয়ম নিয়ন্ত্রণে জেলাব্যাপি ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।