ইমরান ইমন :
ফেনীতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী জেলা সাহিত্যমেলা বুধবার শেষ হয়েছে। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এসএমটি কামরান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলার দ্বিতীয়দিন নিবন্ধিত কবি, প্রাবন্ধিক ও লেখকরা তাদের নিজ নিজ কবিতা ও প্রবন্ধ পাঠ করেন।
কবিতাপাঠ করেন মনজুর তাজিম, ওবায়েদ মজুমদার, ইকবাল আলম, জিন্নাহ চৌধুরী, মুহাম্মদ ইকবাল চৌধুরী, শিখা সেন গুপ্তা, বকুল আক্তার দরিয়া, তাজুল ইসলাম চৌধুরী, উত্তম দেবনাথ, সমরজিৎ দাস টুটুল, দীপংকর মারড়ুক, লাভলী বায়েজিদ, মো: আব্দুল ওয়াদুদ, মুহাম্মদ আবু তাহের ভূইয়া, নাসির উদ্দিন আশরাফী, মো: ইসহাক মজুমদার, সবুজ তাপস, শোয়েব মাহমুদ, মোঃ ইসহাক মজুমদার, জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দীন মাহমুদ ভূঁইয়া, গাজী আরিফ মান্নান, আজিম পাটোয়ারী, সাইফুল আলম, মুহাম্মদ মোজাম্মেল হোসেন, শাহজাহান, আলাউদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সোহেল মোস্তাক, আর কে শামীম পাটোয়ারী, রামকৃষ্ণ বণিক, শিরিন আক্তার, মো: নূর উন নবী মুন্সি, মো: শাহ আলম, ফারহানা আইরিন, সুবীর সরকার দিলু, বিপ্লব দাস, মো: ইউনুস ভূঁইয়া, দীপঙ্কর শীল, তুষার কান্তি বসাক, মো: শোয়েব মজুমদার, মোমিনুল ইসলাম রাহীম ও নাদের হোসেন। প্রবন্ধ পাঠ করেন প্রাবন্ধিক ও কলামিস্ট ইমরান ইমন।
এছাড়া শাবিহ মাহমুদ সম্পাদিত শিল্পকলা একাডেমির প্রথমবারের মতো প্রকাশিত পত্রিকা ‘দ্বিমত’ এর কপি সবার মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে নিবন্ধিত লেখকদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান।
সমাপনী বক্তব্য দিতে গিয়ে তিনি তার বক্তব্যে বলেন, ফেনী শিল্পকলার একাডেমির প্রথমবারের মতো আয়োজিত সাহিত্যমেলা ফেনীর কবি, সাহিত্যিক, লেখকদের একত্রিত করার চেষ্টা করেছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে। ভবিষ্যতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এ ধরনের আয়োজন আরও সুন্দর ও বড় আঙ্গিকে আয়োজন করার।