দৈনিক ফেনীর সময়

ফেনীতে ৬শ বন্ধুর অংশগ্রহণে এসএসসি ৮৭ ব্যাচের সম্মেলন

সদর প্রতিনিধি :

ফেনীতে ৬শ বন্ধুর অংশগ্রহণে এসএসসি ১৯৮৭ ব্যাচের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুরের শ্যামল ছায়ায় তোফায়েল আহমেদ মজুমদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন পিবিআই ফেনীর পুলিশ সুপার জয়িতা শিল্পী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহদাত হোসেন, ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা, ফুলগাজী থানার সাবেক ওসি নাসির উদ্দিন পলাশ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসীম মাহমুদ, ফুলগাজী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মহিউদ্দিন, সোনাগাজী ছাবের হাই স্কুলের প্রধান শিক্ষক ও ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের সাধারন সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ অংশ নেন। এ সময় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর, ময়মিনসিংহ ও বাগেরহাটসহ সকল বিভাগের ৮৭ ব্যাচের বন্ধুরা অংশগ্রহন করেন।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পরিচিত পর্ব, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!