fenirshomoy logo black


শহর প্রতিনিধি :

ফেনীতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু ৬৩৪ হজ্জ যাত্রীকে দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গতকাল বুধবার শহরের শিল্পকলা একাডেমিতে সকাল সাড়ে ৯টা থেকে ৬৩৪ হজ্জ যাত্রীকে প্রশিক্ষণ দেয়া হয়। ইসলামিক ফাউন্ডেশন ফেনী’র উপপরিচালক মো: সাহাবুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশন ফেনীর হিসাবরক্ষক মো: হেলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানজুর আহসান।


এসময় হজ্জের ধর্মীয় বিধিবিধান সম্পর্কে ফেনী সদর উপজেলার টঙ্গিরপাড় জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসানাত, স্বাস্থ্য সচেতনতা ও ক্লিনিক ব্যবহারে হজ যাত্রীদের করণীয় সম্পর্কে ফেনী সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডা. রাশেদুল হাসান, হজ ডেবিট কার্ড বিষয় সম্পর্কে ইসলামী ব্যাংক ফেনী শাখার অফিসার মো. হাবিবুর রহমান ও সুষ্ঠু হজ্ব ব্যবস্থাপনায় হজ্জ এজেন্সি ও যাত্রীদের করণীয় বিষয় হজ্জ এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) এর যুগ্ম-মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দিন প্রশিক্ষণ প্রদান করেন।


শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ফেনীর খতিব মাওলানা মোয়াজ্জেম হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!