নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে ৯ মাসের ব্যবধানে নেশাজাতীয় দ্রব্য ফেনসিডিলের দাম বেড়েছে ৯শ টাকা। স্বয়ং পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন শনিবার রাতে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে এ তথ্য জানান।
পুলিশ সুপার মামুন আরো জানান, গত বছরের নভেম্বরে তিনি যোগদানকালে ফেনীতে প্রতি বোতল ফেনসিডিলের দাম ছিল ১ হাজার ৩শ টাকা। ৯ মাসের ব্যবধানে সেটি এখন বিক্রি হচ্ছে ২ হাজার ২শ টাকা।
তার মতে, পুলিশের কড়াকড়িতে মাদকের কারবার অনেকটা কমে গেছে। এতে করে অতি গোপনে বেশি দামে মাদক বিক্রি হচ্ছে।
তিনি জানান, সীমান্তবর্তী এ জেলায় যোগদানের পর তিনি মাদক নিয়ন্ত্রণকেই প্রাধান্য দিয়ে কাজ করেন। গোপনে সোর্স মাধ্যমে দাম জানতে ফেনসিডিল কিনে নেন। নানা কৌশলে তিনি এ জেলায় মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেন বলে জানান। রোটারী ক্লাব অব সিলিকন ভ্যালী আয়োজিত উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও রোটারী নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
প্রসঙ্গত; এসপি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সম্প্রতি সিলেট জেলা পুলিশ সুপার হিসেবে বদলী হন। আগামী কয়েকদিনের মধ্যে নতুন কর্মস্থলে তার যোগদানের কথা রয়েছে।