দৈনিক ফেনীর সময়

ফেনীর মাটিতে লায়নইজমের নতুন দিগন্তের সূচনা

ফেনীর মাটিতে লায়নইজমের নতুন দিগন্তের সূচনা

সময় ডেস্ক :

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আওতাধীন জেলা ৩১৫ বি২ এর অধীনে ‘লায়ন্স ক্লাব অব ফেনী গ্লোরিয়াস’ নামে আরো একটি নতুন ক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে। গত ৫ আগষ্ট সংগঠনটির হেড কোয়ার্টার থেকে ই-মেইলের মাধ্যমে জেলা গভর্নর আনোয়ারুল বাসেতকে বিষয়টি নিশ্চিত করেন।

জেলা গভর্নরসহ ফার্স্ট ভাইস জেলা গভর্নও আহমেদ্দুজ্জামান ও সেকেন্ড ভাইস জেলা গভর্নর শফিউল ইসলাম শামিম ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন ভূইয়াকে তথ্যটি দিয়ে অভিনন্দিত করেন।

২০২২-২০২৩ লায়ন বর্ষে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ফেনী লিও ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট লিও টু মোহাম্মদ হোসাইন ভূঁইয়া এবং প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবেন ডা: যুবায়ের ইবনে খায়ের। এছাড়া সোনিয়া সুলতানা লিমা ১ম ভাইস প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার গাজী আব্দুল জলিল ২য় ভাইস প্রেসিডেন্ট, ইন্জিনিয়ার জুয়েল রনি ট্রেজারার, ডা: নিতু তন্নি, ডাঃ শিহাব উদ্দিন মাহমুদ, মো: জিল্লু চৌধুরী, শান্তা আক্তার, জামসেদ আলম, গাজী আব্দুল আলি, ডা: অর্নব বনিক, মো: রাহিমুল ইসলাম ভূইয়া, ডা: ফাহিম হোসেন, মোবারক হোসেন, মো: আজাদ হোসাইন, মো: শাহিনুল ইসলাম, আব্দুল মান্নান, ডা: আহমেদ নুর এ রাব্বি, ডা: আসিফ উদ্ দোলা সহ সিফাত প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন।

ক্লাবটি স্পন্সর করেছেন লায়ন্স ক্লাব অব ফেনী এবং ক্লাব প্রতিষ্ঠাতা গার্ডিয়ান হিসাবে কাজ করবেন লায়ন্স ক্লাব অব ফেনীর ভাইস প্রেসিডেন্ট শহীদুল আলম ভূঁইয়া। এছাড়াও লায়ন জেলার কাউন্সিল অব চীপ এডভাইজর টু ডিজি রুহুল আমিন ভূঁইয়া, রিজিয়ন চেয়ারপার্সন মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, লায়ন্স ক্লাব ফেনীর প্রেসিডেন্ট রফিকুল হক নিপুর সার্বিক সহযোগিতা ক্লাব প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা রেখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!