দৈনিক ফেনীর সময়

ফেনীর যুবদল সভাপতির বিরুদ্ধে অস্ত্র মামলা প্রত্যাহার দাবী বিএনপির

ফেনীর যুবদল সভাপতির বিরুদ্ধে অস্ত্র মামলা প্রত্যাহার দাবী বিএনপির

নিজস্ব প্রতিনিধি :

ফেনী জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিমকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। শনিবার বিকালে শহরের ইসলামপুর রোডের দলীয় অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক এম এ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, যুবদল সভাপতি জাকির হোসেন জসিমের স্ত্রী লুৎফুন নাহার ও মেয়ে সানজিদা আফরোজ পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ ফরিদ বাহার লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশে খুন-গুমের ঘটনায় বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাবের কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসেছে। এসব ঘটনার জন্য র‌্যাবের চেয়ে পুলিশও কোন অংশে কম দায়ী নয়। পুলিশের প্রতি এ ধরনের নিষেধাজ্ঞা জারির দাবী করছি এবং বাংলাদেশসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহযোগিতা কামনা করছি। জসিমের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের সাজানো নাটকের অবসান দাবী করেন তিনি। একইসঙ্গে তার মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবী জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!