ফেনীর সময় এর প্রতিনিধি সভায় সম্পাদক
নিজস্ব প্রতিনিধি :
‘সাংবাদিকদের সুসময়-দু:সময় নেই। সত্য প্রকাশ করলে হুমকি-ধামকি, মামলা-হামলা, নির্যাতনের শিকার হতে হবে। এতে বিচলিত হবার কারন নেই। সাহসের সঙ্গে সত্য প্রকাশ করে যেতে হবে।’ বৃহস্পতিবার বিকালে দৈনিক ফেনীর সময় এর প্রতিনিধি সভায় পত্রিকাটির সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, দৈনিক ফেনীর সময় ১৬ পেরিয়ে ১৭ বছরে পদার্পনের দ্বারপ্রান্তে। ফেলে আসা দিনগুলো কখনো মসৃণ ছিলোনা। এসময়ে সম্পাদককে প্রায় দুই ডজন মিথ্যা মামলার আসামী করা হয়েছে। প্রধান প্রতিবেদক সহ অন্যরাও মামলা-হামলার শিকার হয়েছেন। পত্রিকাটি বৃহত্তর নোয়াখালীর সর্বাধিক পাঠকপ্রিয় হলেও সরকারের আক্রোশের শিকার হয়ে ১৬ বছর মিডিয়া তালিকাভুক্ত হয়নি। তবুও আমরা সত্য ও বস্তুনিষ্ঠতার সাথে মানুষের কথা তুলে ধরার চেষ্টা করেছি। এ সাহসিকতার জন্য তখন যারা আমাদের সাধুবাদ জানিয়েছেন ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অপ্রিয় সত্য প্রকাশ করে তাদের অনেকের আমরা বিরাগভাজন হচ্ছি। এতেই প্রমাণ হয়েছে আমরা পাঠককে দেয়া কথা রাখতে পেরেছি। আমরা কখনোই কোন ব্যক্তি বা দলের পক্ষে ছিলাম না। এখনো কারো লেজুড়বৃত্তি করিনা। তিনি বিগত ১৬ বছরে সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত কাজ করায় তিনি ফেনীর সময়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শহরের শহীদুল্লা কায়সার সড়কে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অংশ নেন নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, চীফ রিপোর্টার আরিফ আজম, সাহিত্য সম্পাদক বকুল আক্তার দরিয়া, সহ-সম্পাদক কিশান মোশাররফ, নিজস্ব প্রতিনিধি রাসেল চৌধুরী, ইলিয়াছ সুমন, (ছাগলনাইয়া) মোহাম্মদ শেখ কামাল, (সোনাগাজী) আমজাদ হোসাইন, চৌদ্দগ্রাম প্রতিনিধি মো: এমদাদ উল্যাহ, ফুলগাজী প্রতিনিধি সাইদ হোসেন সাহেদ, পরশুরাম প্রতিনিধি মো: মহিউদ্দিন, কো-অর্ডিনেটর হোসাইন সুজন, মাল্টিমিডিয়া প্রতিনিধি শহীদুল ইসলাম ও আরিফ শুভ্র, ওয়েব ও গ্রাফিক্স ডিজাইনার শরিয়ত উল্যাহ, বিপনন ব্যবস্থাপক আবদুর রহীম প্রমুখ।
শেষে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রধান উপদেষ্টা ড. ইউনুস এর কাছ থেকে শ্রম বিষয়ক মিডিয়া পুরষ্কার পাওয়ায় ফেনীর সময় এর চৌদ্দগ্রাম প্রতিনিধি মো: এমদাদ উল্যাহকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।