নিজস্ব প্রতিনিধি :
ফেনীর সাবেক জনপ্রিয় পুলিশ সুপার মো: রেজাউল হক খুলনা রেঞ্জের ডিআইজি হয়েছেন। এর আগে তিনি পুলিশ ষ্টাফ কলেজের ডিআইজি ছিলেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৭ জন ডিআইজিকে এ পদায়ন করা হয়।
বিসিএস পুলিশের ১৮ ব্যাচের কর্মকর্তা রেজাউল হক ২০২২ সালের ১১ মে অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন। ২০১৭ সালের নভেম্বরে মো: রেজাউল হক অতিরিক্ত ডিআইজি পদোন্নতি পান। তখন তিনি পুলিশ সদর দপ্তরের এআইজি ছিলেন।
রেজাউল হক রাজবাড়ি জেলা পুলিশ সুপার থেকে ২০১৪ সালের ১ সেপ্টেম্বর ফেনীতে যোগদান করেন। দীর্ঘ প্রায় আড়াই বছর ফেনীতে দায়িত্ব পালনকালে বেশ সুনাম অর্জন করেন। লটারির মাধ্যমে পুলিশের পোষ্টিং ও নানা সাহসী ভূমিকায় সারাদেশে আলোচিত হন তৎকালীন এ পুলিশ সুপার। বিশেষ করে সরকার দলীয় প্রভাবশালীদের সঙ্গে বিভিন্ন সময় নানা ইস্যু নিয়ে সম্পর্কে টানাপোড়েন মিডিয়াতেও বেশ আলোচিত হয়। ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের এআইজি হিসেবে বদলী হন রেজাউল হক। পরে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। তার সহধর্মীনি সরকারের যুগ্ন-সচিব। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।