দৈনিক ফেনীর সময়

ফেনীর ৫ পৌরসভায় প্রশাসক নিযুক্ত

নিজস্ব প্রতিনিধি :

শেখ হাসিনা সরকার পতনের পর ফেনী জেলায় স্থানীয় সরকার অধীন জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা আত্মগোপনে চলে যায়। যেই কারণে সেবামূলক কার্যক্রম ব্যাহত হয়ে পড়ে। এরই মধ্যে আত্মগোপনে থাকা জনপ্রতিনিধিদের তথ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। তার আলোকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সারাদেশে জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়। এর মধ্যে জেলার ৫ পৌরসভায় প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ স্ব স্ব উপজেলায় প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন- ফেনী পৌরসভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, দাগনভূঞা পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রায়হান মেহেবুব, ছাগলনাইয়া পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাহমিদা হক, সোনাগাজী পৌরসভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল, পরশুরাম পৌরসভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান।

নিয়োগকৃত প্রশাসকগণ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২(ক) এর উপধারা ৩ মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। প্রশাসকরা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালীন বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। এছাড়া অন্য কোনো আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!