fenirshomoy logo black
বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা শীর্ষক মতবিনিময়


আরিফ আজম:

ফেনী জেলা এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ) এর আয়োজনে বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো: বাতেন। এডাব ফেনী জেলার আহ্বায়ক আনোয়ারুল আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল এক্সিকিউটিব কমিটি (ক্যাব) এর সহ-সভাপতি এসএম নাজের হোসেন, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, এডাব পরিচালক একেএম জসিম উদ্দিন। সভায় ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

গোলাম মো: বাতেন বলেন, এনজিও নিয়ে যেসকল প্রশ্ন আমাদের মাঝে তৈরি হয় তা তথ্যের অভাবে। কিছু এনজিও নির্ধারিত ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে বাড়তি সুদ নিয়ে থাকে সেটাও বিভিন্ন সময় উঠে আসে। আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক বিভিন্ন কাজে এনজিওর বিরাট ভূমিকা রয়েছে। বিদেশি অনুদান আসার ক্ষেত্রে এনজিও ভূমিকা পালন করছে। বিভিন্ন কাজে এনজিওর সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় উপস্থিত সাংবাদিকরা বেশ কয়েকটি বিষয় উপস্থাপন করেন। এনজিও যেন ক্ষুদ্র ঋণের বাহিরে গিয়ে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করে সে ক্ষেত্রে নজর দেওয়ার আহ্বান জানান। এনজিওর ব্যানার ব্যবহার করে যেন কোনো অসাধু কাজ নাহয়, অর্থ লোপাট নাহয় সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন অভিযাত্রায় বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ এনজিও শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, পয়:নিস্কান,কর্মসংস্থানের সুযোগ তৈরি, পরিবেশ উন্নয়ন, সুশাসন, মানবাধিকার প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নে এনজিও সমূহের ব্যাপক অবদান রয়েছে। গণমাধ্যম এসব ক্ষেত্রে এনজিওসমূহকে নিয়মিত সহযোগিতা করে আসছে । স্বাধীনতা-পরবর্তী সময়ে রাষ্ট্রীয় সংস্থাগুলো সীমিত সম্পদ ও সক্ষমতায়, বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ (এনজিও) সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়ন সহযোগী হিসাবে ভুমিকা পালন করে আসছে। গণমাধ্যমকর্মীরা এসব ধারাবাহিক উন্নয়নের সংবাদ ও তথ্যচিত্র সঠিকভাবে জাতির সামনে তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধি করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!