দৈনিক ফেনীর সময়

বালিগাঁও স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণার পর স্থগিত করায় শোকজ

বালিগাঁও স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণার পর স্থগিত করায় শোকজ

সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি ঘোষণার ২৫ দিন পর স্থগিত ঘোষণা করা হয়েছে। এজন্য সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। গতকাল রবিবার জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউল হক জিয়া ও যুগ্ম-আহবায়ক শম্বু চন্দ্র বৈষ্ণব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা যায়, গত ২০ জুন বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক মীর মো: আশ্রাফুল আলম এ কমিটি অনুমোদন দেন। কমিটিতে মীর হোসেন পাটোয়ারীকে আহবায়ক ও মো: জহিরুল ইসলাম, মো: আরমান, করিমুল হক রুবেল, মো: ইব্রাহীম এবং মো: নজরুল ইসলামে যুগ্ম-আহবায়ক করা হয়। এর কিছুদিন পর ১৪ জুলাই সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক মীর মো: আশ্রাফুল আলম স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে ঘোষিত কমিটি স্থগিত করা হয়। ঘোষিত আহবায়ক কমিটি জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্দেশক্রমে স্থগিত করা হয় বলে নোটিশে উল্লেখ করা হয়।

গতকাল জেলা কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কমিটি ঘোষণা করার পর স্থগিত করায় উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক সাংগঠনিক কার্যক্রমে অবহেলা ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এমতাবস্থায় কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৩ দিনের মধ্যে লিখিতভাবে ফেনী জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কমিটিকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হল।
স্থানীয় একটি সূত্র জানায়, ঘোষিত কমিটি পবিত্র ঈদুল আযহার শুভে”ছা জানিয়ে এলাকায় ব্যানার টানানো হলে সেই ব্যানারও উধাও হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!