দৈনিক ফেনীর সময়

বায়রা নির্বাচন :নিরঙ্কুশ জয় পেলেন বাশার প্যানেল

বায়রা নির্বাচন :নিরঙ্কুশ জয় পেলেন বাশার প্যানেল

অনলাইন ডেস্ক: :

বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) এর কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২২-২০২৪) সাবেক সভাপতি আবুল বাশারের নেতৃত্বাধীন সম্মিলিত ঐক্য পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছেন।কার্যনির্বাহী কমিটির ২৭ পদের ২৩ টিতে জয় পেয়েছে বাশার প্যানেল।সাবেক মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন স্বপনের নেতৃত্বাধীন সম্মিলিত গণতান্ত্রিক জোট পেয়েছে অপর চারটি পদ।সাবেক সভাপতি আবুল বাশার সর্বোচ্চ ভোট ও সাবেক অর্থ সচিব ফখরুল ইসলাম দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হন।

সর্বমোট প্যানেল ভোট কাস্ট হয় ৬৪৬ ভোট ।এর মধ্যে ৩০৭ প্যানেল ভোট পেয়ে এগিয়ে যায় আবুল বাশার প্যানেল। ২৮৪ প্যানেল ভোট পান  প্রতিদ্বন্ধীরা । অপরদিকে সাবেক সিনিয়র সহ-সভাপতি ড. মোহাম্মদ ফারুকের নেতৃত্বাধীন সম্মিলিত সমন্বয় ফ্রন্ট ৫৫টি প্যানেল ভোট পেয়ে তৃতীয়তম স্থানে রয়েছে।

১ হাজার ৪২ ভোটের মধ্যে ৯৬৯ ভোট কাস্ট হয়েছে। ভোট গণনার এক পর্যায়ে হট্টগোল শুরু হলে কিছুক্ষণের জন্য ভোট গণনা স্থগিত করা হয়। পরে তেজগাঁও থানার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ভোট গণনা কেন্দ্রে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কড়া পুলিশী প্রহরায় পুনরায় বাকি ভোট গণনার কাজ চলে।

গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁ হোটেলের বলরুমে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটি না থাকায় দীর্ঘদিন যাবত বায়রায় প্রশাসক নিয়োজিত ছিল। অনেক দিন পর বায়রায় ভোটের সুযোগ ফিরে পাওয়ায় সরেজমিনে গিয়ে দেখা গেছে ভোটারদের মাঝে ছিল উৎসবের আমেজ।কার্যনির্বাহী কমিটির ২৭ পদের ২৩ টিতে জয় পেয়ে ফের বায়রার সভাপতি পদ পাওয়া অনেকটা নিশ্চিত ফেনীর কৃতি সন্তান আবুল বাশারের ।

প্রসঙ্গত; আবুল বাশার ২০০৮ সালের নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে আওয়ামীলীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্ধীতা করেন।তার পৈত্রিক বাড়ী দাগনভূঞা উপজেলার উ:আলীপুরে।তিনি যুবলীগ প্রেসিডিয়াম মেম্বার ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!