নিজস্ব প্রতিনিধি :
ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সুইড বাংলাদেশ ফেনীর সভাপতি আবুল কালাম আজাদ সেলিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো: জাকারিয়া ফারুক।
ডিসি সাইফুল ইসলাম বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন এ সকল শিশুরা কোমলমতি। ওদের পরম আদর যত্নে লালন পালন ও পড়ালেখা করাতে হয়। আমাদের মতো স্বাভাবিক কাজ ওরা করতে পারেনা। তাই আমাদের থেকে ওদের চাহিদা বেশি। আমরা ওয়াদা করছি সব সময় ওদের পাশে আছি। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ওদের নিয়ে কষ্টের মধ্যে সময় পার করেন তা আমরা বুঝতে পারি, আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাদের জানাবেন।
তিনি বিদ্যালয়ের জন্য তাৎক্ষণিক একটি প্রকল্প প্রদান করেন। বাচ্চাদের খেলাধুলার জন্য ইনডোরে কি কি করা যায় তা দ্রুত সময়ের মধ্যে করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিককে নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানের শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
উল্লেখ্য ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ফেনীর একমাত্র চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয়। বর্তমানে এখানে ৯৮ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। চাহিদার তুলনায় এখানে শ্রেণী কক্ষের সংকট ও সরঞ্জামের সংকট রয়েছে।