নিজস্ব প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলা কমিটির সহ-সমন্বয়ক ওমর ফারুক শুভকে বহিস্কার করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
রাফি উল্লেখ করেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীতি ও শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে জড়িত থাকায়, স্টার লাইন, আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ হস্তক্ষেপ করায়, রাজনৈতিক দলের সাথে লেজুড়বৃত্তিক সম্পর্ক থাকায় এবং সর্বোপরি কেন্দ্রীয় নির্দেশনার পরিপন্থী কাজ করায় ‘ওমর ফারুক শুভ’ কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফেনী জেলার সহ:সমন্বয়ক পদ থেকে বহিষ্কার করা হলো।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, “সহ-সমন্বয়ক “ওমর ফারুক শুভ”র সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার কোন সম্পর্ক নেই। এখন থেকে তিনি কখনো সমন্বয়ক কমিটির পরিচয় ব্যাবহার করে কোন কাজ করার চেষ্টা করলে কেউ কোন ধরনের সহযোগিতা তাকে করবেন না। এরপরও যদি কেউ প্রতারিত হন এর দায়ভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলা নিবে না।”