দৈনিক ফেনীর সময়

মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের পূর্নমিলনী ও বন্ধু আড্ডা

অনলাইন ডেস্ক:

বেলুন, ফেস্টুন ও কবুতর উড়ানোর মধ্য দিয়ে গতকাল শনিবার ঐতিহ্যবাহী মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের পূণর্মিলনী ও বন্ধু আড্ডা বিদ্যালয় প্রাংগনে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল প্রোগ্রাম শুরু হয়। এরপরে স্কুলের শিক্ষক এবং ছাত্র যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্নার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক কাজী সরওয়ারুল ইসলাম। তিনি তার শিক্ষক জীবনের স্মৃতিচারন করেন। এসময় ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন ‘৯১ ব্যাচের প্রাক্তন ছাত্র রাজীব আহমেদ, কোহিনূর আক্তার, গৌরিসেন দাস, কাজী কামাল উদ্দিন, মোহাম্মদ মিজানুর রহমান, বাহাদুর আলম ও কাজী নাইম মোর্শেদ। এ ছাড়াও আগতদের মাঝে অনেকেই তাদের অনুভূতি শেয়ার করেন। প্রবাসী বন্ধুরাও অনলাইনে যুক্ত হন এবং তাদের মধ্যে স্মৃতিচারণ করেন মো: কামরুল ইসলাম ও আনোয়ার হোসেন টিপু। অংশগ্রহণকারী সবাইকে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচছা জানানো হয়। এই ব্যাচেরই প্রাক্তন ছাত্র কাজী নাইম মোর্শেদ কানাডা থেকে রিস্ক ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ট্রেইনার- এই দুই বিষয়ের উপর সনদ প্রাপ্ত হওয়ায় ১৯৯১ ব্যাচের পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র শেষে আবারও পূর্নমিলনীর আকুতি নিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!