দৈনিক ফেনীর সময়

মহিপাল প্লাজা ব্যবসায়ী সমিতি নির্বাচন; ১১ পদে ২৩ প্রার্থীর লড়াই

মহিপাল প্লাজা ব্যবসায়ী সমিতি নির্বাচন; ১১ পদে ২৩ প্রার্থীর লড়াই

শহর প্রতিনিধি :

ফেনী শহরের মহিপাল প্লাজা ব্যবসয়াী ও মাকেট পরিচালনা কমিটির নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর অনুষ্ঠেয় এ নির্বাচনে ১১ পদে ২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মহিপাল প্লাজায় নির্বাচনের মাধ্যমে দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হবে। সভাপতি পদে জিয়াউদ্দিন আহমেদ রতন ও সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির তারেকের প্রতিদ্বন্ধী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন। অপর ৯ পদে ২৩ প্রার্থী ভোটের লড়াইয়ে বিরামহীন প্রচারনা চালাচ্ছেন। দীর্ঘদিন পর নির্বাচনকে ঘিরে শুধু প্লাজা নয়, মহিপালে উৎসবের আমেজ বিরাজ করছে।

নির্বাচনে সহ-সভাপতি পদে একরামুল হক (ঘোড়া), সাইফুল ইসলাম (হরিন), মো: সালাউদ্দিন (বাঘ), সাধারণ সম্পাদক পদে মো: কামাল উদ্দিন (আম), মহিউদ্দিন টিটু (আনারস), সহ-সাধারণ সম্পাদক পদে নুরুল আলম (গোলাপ), নাজিম উদ্দিন ভূঞা (সূর্যমুখী), কোষাধ্যক্ষ পদে মো: মোশাররফ হোসেন মিঠু (ডালফিন), দিদারুল আলম (রুপচাঁদা), দপ্তর সম্পাদক পদে মোশাররফ হোসেন (দোয়াত কলম), মোহাম্মদ এমরান হোসেন (বই), প্রচার সম্পাদক পদে মো: আনোয়ারুল হক (মাইক), মো: শাহাদাত হোসেন (হাতঘড়ি), রায়হান রাসেন (চশমা), সদস্য পদে নেজাম উদ্দিন (বাস), আবুল হাসনাত (কার), মোহাম্মদ নুর হোসেন (ঘুড়ি), মো: রিয়াজ (সিলিং ফ্যান), মো: ইব্রাহিম (তালাচাবি), মো: নজরুল ইসলাম (বাইসাইকেলে), সালাহ উদ্দিন ভূঞা (মোটর সাইকেল), মো: জহিরুল ইসলাম (টর্চলাইট), মো: ইসমাইল হোসেন (ট্রাক) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সহকারি নির্বাচন কমিশনার আবদুল্লাহ আল নোমান জানান, “ব্যবাসায়ীদের মতামতের ভিত্তিতে এমএমইউ আলমগীরকে প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনার তাজুল ইসলাম দিদার ও তাকে দায়িত্ব দেয়া হয়। নির্বাচনে ১৩৬ জন ভোট প্রদান করবেন। সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করা হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!