দৈনিক ফেনীর সময়

মহিপালে গাঁজা-ফেনসিডিল সহ বিক্রেতা গ্রেফতার

মহিপালে গাঁজা-ফেনসিডিল সহ বিক্রেতা গ্রেফতার

শহর প্রতিনিধি

ফেনী শহরের মহিপালে গাঁজা ও ফেনসিডিল সহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

র‌্যাব সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে র‌্যাবের একটি দল মহিপালে এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় একটি পিকআপ তল্লাশী করে মো: মহব্বত আলী (২৯) কে গ্রেফতার করা হয়। পিকআপের পেছনে মালমাল বহন করার স্থানে ৫টি প্লাস্টিকের বস্তার ভিতরে স্কচটেপ দ্বারা মোড়ানো ৭৮ কেজি গাঁজা ও ড্রাইভিং সীটের পাশে ১টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার মহব্বত বগুড়ার ধুনট থানার শাইলমারি এলাকার মো: হযরত আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহব্বত র‌্যাবকে জানায়, সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (ফেন্সিডিল, গাঁজা) কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো: নুরুল আবছার জানান, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!