দৈনিক ফেনীর সময়

মহিপালে যানজট নিরসনে সরানো হচ্ছে বাস কাউন্টার

মহিপালে যানজট নিরসনে সরানো হচ্ছে বাস কাউন্টার

নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরের মহিপালে যানজট নিরসনে নেয়া উদ্যোগসমূহ বাস্তবায়নে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও পরিবহন মালিক-শ্রমিকদের সমন্বয়ে সরিয়ে নেয়া হচ্ছে বাস কাউন্টার। এসব কাউন্টার মহিপাল ফ্লাইওভারের আশপাশ থেকে সরিয়ে ঢাকা ও চট্টগ্রাম অভিমুখী স্থানে নিতে তাগিদ দেয়া হয়েছে।

শনিবার পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, বিআরটিএ সহকারি পরিচালক আবদুল্লাহ আল মামুন, ট্রাফিক ইন্সপেক্টর ফয়সাল আহম্মেদ, আন্ত:জেলা বাস মালিক সমিতির কেন্দ্রীয় কার্যকরি সভাপতি জাফর উদ্দিন, আন্ত:জেলা বাস শ্রমিক ইউনিয়নের ফেনী শাখার সাধারণ সম্পাদক আজম চৌধুরী মহিপালে বাস কাউন্টার সমূহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বায়তুশ শরফ সংলগ্ন স্থান পর্যন্ত বাস টার্মিনাল সম্প্রসারণের কথা জানান মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এছাড়া ফেনী-নোয়াখালী সড়কের সিএনজি অটোরিক্সা আনসার ক্যাম্প সংলগ্ন স্থানে সরিয়ে নেয়া হবে বলে জানানো হয়।

মেয়র স্বপন মিয়াজী আরো বলেন, সোমবার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধির উপস্থিতিতে বাস কাউন্টার সরিয়ে নেয়া হবে। এজন্য নির্ধারিত স্থান চিহ্নিত করা হবে। তাহলে স্থায়ীভাবে যানজট নিরসন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!