দৈনিক ফেনীর সময়

মোহাম্মদ আলীতে মহাসড়কে রোজাদারের সেবায় জানে আলমের ইফতার বিতরণ

মোহাম্মদ আলীতে মহাসড়কে রোজাদারের  সেবায় জানে আলমের ইফতার বিতরণ

সদর প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোজাদারের সেবায় অন্যবারের মতো এবারো ইফতার বিতরণ করছেন ফেনী সদরের শর্শদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলম ভূঞা। রোজার শুরু থেকে প্রতিদিন আসরের পর থেকে মোহাম্মদ আলী বাজারে দাঁড়িয়ে মহাসড়কে চলাচলকারী চালক-হেলপার ও যাত্রীদের মাঝে ইফতার বিতরণ করেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাজার হাজার পরিবহন চলাচল করে। আসরের নামাজের পর থেকে ইফতারের আগ পর্যন্ত পরিবহন শ্রমিক ও যাত্রীরা কোথায়-কীভাবে ইফতার করবেন তানিয়ে একধরনের অনিশ্চয়তায় থাকতে হয়। অনেক সময় ইফতারের সময় সড়কের পাশে কোনো দোকানে গাড়ি থামালেও ইফতার পাওয়া যায় না। কখনো পেলেও অতিরিক্ত দামে কেনা অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে ধুলোবালিতে ভরা তৈরি এসব ইফতার কিনতে বাধ্য হন।

ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞা জানান, প্রতিদিন তিনশ থেকে চারশ ব্যক্তির মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়। ইফতারের প্যাকেটে বুট, মুরি, খেজুর, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, আলুর চপ, তরমুজ ও পানির বোতল দেয়া হচ্ছে। পরিবহন শ্রমিক ও যাত্রীদের ইফতার নিয়ে অনিশ্চয়তা কাটাতে সাধ্যমত রোজাদারদের হাতে ইফতার তুলে দেয়ার চেষ্টা করছি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!