নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে বিষ্ফোরণ মামলায় ইসলামী ছাত্রশিবিরের ৩৩ নেতাকর্মী খালাস পেয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ.এন.এম মোরশেদ খান রবিবার এ রায় দেন।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১৬ নভেম্বর সদর উপজেলার রানীরহাট এলাকার হক কমিউনিটি সেন্টারে একটি অনুষ্ঠান থেকে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের ৪৪ জনকে আটক করে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা। তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। এদের মধ্যে ২৬ জনের বাড়ি ফেনী সদরে, ৬ জনের বাড়ি দাগনভূঞায়, ৫ জনের বাড়ি ছাগলনাইয়ায়, ২ জনের বাড়ি সোনাগাজীতে ও ২ জনের বাড়ি ফুলগাজী উপজেলায়। এছাড়া ৩ জনের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও সেনবাগ উপজেলায়। এদের বেশিরভাগের বয়স ১৬-১৮ বছরের মধ্যে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের সঙ্গীয় ৫০/৬০ আসামিসহ গোপন বৈঠকে মিলিত হয়ে সরকার, রাষ্ট্র ও বিচার বিভাগ নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও উস্কানিমূলক কথাবার্তা সম্বলিত প্রচার ও প্রচারণাপত্র নিয়ে আলোচনা ও নাশকতা করার পরিকল্পনা করছিল বলে স্বীকার করেছেন। জব্দ তালিকায় মুহাম্মদ ইয়াছিন আরাফাত লিখিত ‘জীবন বদলে যাবে’ বই ৮৫টি, ‘আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই’ বই ১৮টি, অধ্যাপক গোলাম আজম লিখিত ‘মনটাকে কাজে দিন’ বই ৫৮টি, ‘আদর্শ কিভাবে প্রচার করতে হবে’ বই ৮২টি ও একটি ডিজিটাল ব্যানারের কথা উল্লেখ রয়েছে।
আইনজীবী আবুল বাশার আরিফ বলেন, মামলার বাদি ব্যতিত অন্য কেউ সাক্ষ্য দেননি। যার ফলে সাক্ষ্য প্রমাণ না পেয়ে আদালত ৩৩ জনকে বেকসুর খালাস দেন।