নিজস্ব প্রতিনিধি :
বিকাল সাড়ে পাঁচটা। ফেনী শহরের শান্তি কোম্পানী জামে মসজিদে তখন থেকেই সারি সারি বসতে শুরু করেন পাড়ার বাসিন্দা, পথচারী, শ্রমজীবী, দরিদ্র ও ছিন্নমূল মানুষরা। তাদের সামনে ইফতারি সাজানোয় প্লেট আর শরবতের গ্লাস রাখেন স্বেচ্ছাসেবকরা। পবিত্র রমজান মাসজুড়ে শহরের প্রাণকেন্দ্রের মসজিদটিতে মসজিদ কমিটির পক্ষ থেকে প্রতিদিনকার এ আয়োজন ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে।
মসজিদ কমিটি সূত্রে জানা যায়, অপেক্ষমাণ রোজাদাররা আসতে শুরু করেন আসরের পর থেকে। ৬টা বাজতে না বাজতেই মসজিদের দ্বিতীয় ও তৃতীয় তলা পূর্ণ হয়ে যায়। ইফতার কার্যক্রম পরিচালনার জন্য তরুণ ও বয়স্কদের সমন্বয়ে ৭ সদস্যের একটি স্বেচ্ছাসেবক টিম রয়েছে। প্রতিদিন ২ শতাধিক মানুষকে এখানে ইফতার করানো হয়। শুক্রবার বার্ষিক মাহফিলে ৬শতাধিক মানুষ ইফতারে অংশ নেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলম ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। মসজিদের প্রতিষ্ঠাতা সুলতান আহম্মদ শান্তি কোম্পানী সহ এলাকার প্রয়াত মুসল্লীদেও আত্মার মাগফিরাত কামনা এবং কমিটির সেক্রেটারী মাকসুদুর রহমান সহ পাড়ার বাসিন্দাদের সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা ক্বারী ঈদ্রিস।
কেবিএম জাহাঙ্গীর আলম জানান, ১৯৬১ সালে তার বাবা শান্তি কোম্পানী মসজিদ প্রতিষ্ঠার পর এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় উন্নয়ন কাজ চলমান রয়েছে। ২০০৮ সাল থেকে মাসব্যাপী ইফতারের উদ্যোগ গ্রহণের পর থেকে এই আয়োজন অব্যাহত রয়েছে। এর মধ্য দিয়ে এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে। তিনি আরো বলেন, অনেক শ্রমজীবী ও পথচারী মানুষ বাসায় পৌছার সময় পথেই সাইরেন বেজে উঠলে ইফতার করতে মসজিদে ঢুকে পড়েন। এখানে ধনী-গরিব ভেদাভেদ নেই। সবাই একসঙ্গে ইফতার করেন।