নিজস্ব প্রতিনিধি :
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, “ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী রাষ্ট্রীয় কাজে ফেনীর বাইরে থাকার কারনে এ গণঅনশনে পাঠিয়েছেন। তিনি অতীতের ন্যায় ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবেন। আমি তার পক্ষে আজকে এখানে আপনাদের কর্মসূচীতে সংহতি জানাতে এসেছি। নিজাম হাজারী ৭দফা দাবী সংসদে উত্থাপন করবেন বলে জানিয়েছেন। তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আপনাদের দাবীর বিষয়টি অবহিত করবেন। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ততদিন পর্যন্ত হিন্দু সম্প্রদায় শান্তিতে থাকতে পারবেন। ফেনীতে যতদিন আমাদের গণমানুষের নেতা নিজাম হাজারী থাকবেন ততদিন হিন্দু সম্প্রদায় শান্তি ও নিরাপদে থাকতে পারবেন।”
শনিবার শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের গণঅনশন কর্মসূচী ভাঙ্গাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মেয়র স্বপন মিয়াজী আরো বলেন, “আপনাদের দাবী অবশ্যই বাস্তব দাবী। এ দাবী নিজাম হাজারীর উপস্থাপনের মাধ্যমে বাস্তবায়ন হবে বলে আমার বিশ্বাস। নিজাম হাজারী দায়িত্বপালনকালে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি-ঘর কিংবা মন্দিরে অশুভ শক্তি হামলা করতে পারেনি। মহান মুক্তিযুদ্ধে মুসলাম ও হিন্দু সবাই ঝাঁপিয়ে পড়েছেন। সবার সম্মিলিত অংশগ্রহনে এদেশ স্বাধীন হয়েছে। এদেশের জন্য সবার মত হিন্দুরা জীবন দিয়েছেন। সুতরাং আপনাদের নিরাপদ থাকার জন্য নিজাম হাজারী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনাদের মাঝে যেন কোন দ্বিধা দ্বন্দ্ব না থাকে। আপনাদের মাঝে দ্বিধা-দ্বন্দ্ব থাকলে ষড়যন্ত্র করতে সহজ হয়। তাই আপনাদেরকে সর্তক থাকতে হবে।”