দাগনভূঞা প্রতিনিধি :
উপজেলার নাম ‘দাগনভূঞা’ সঠিক বানান ব্যবহারের নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া। বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে উপজেলা নামের বানান হিসেবে গেজেটে প্রকাশিত ‘দাগনভূঞা’ ব্যবহার করার জন্য সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে নির্দেশ দেন। এবং যেসকল স্থানে বানান ভুল রয়েছে তা সংশোধন করার নির্দেশনা দেন।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মখকর্তা আজিজুল হক, জেলা পরিষদ সদস্য খায়েজ আহমদ, রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল মামুন, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম জাহাঙ্গীর আলম, দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমাম হোসেন, সালামনগর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: আলমগীর প্রমুখ।
প্রসঙ্গত; উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে দাগনভূঁইয়া/ দাগনভূইয়া/ দাগনভূঁঞা ব্যবহার করা হয়।