শহর প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ফেনী সরকারি কলেজে কালো ব্যাজ ধারণ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজের লাল ভবনের সামনে কালো ব্যাজ ধারণ করে ১ মিনিট নিরবতা পালন করে তারা। এসময় কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আব্দুল হালিম মানিক, যুগ্ম-আহবায়ক গিয়াস উদ্দিন স্বপন, আবু নওশের মজুমদার সানী, জাহিদুল ইসলাম সাগর প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ মে দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে হামলার শিকার হয়ে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।