আজহারুল হক:
দাগনভূঞা ভাষা শহীদ সালামের জন্মস্থান সালাম নগরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালন করা হয়েছে।
ভোর থেকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, আওয়ামী লীগ ও অংগ সংগঠন, ভাষা শহিদ সালাম স্মৃতি পরিষদ, দাগনভূঞা প্রেসক্লাব, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটি, উত্তর আলিপুর স্কুল এন্ড কলেজ, দক্ষিণ নেয়াজপুর মকবুল আহম্মদ উচ্চ বিদ্যালয়, করিমুল্লা উচ্চ বিদ্যালয়, সানরাইজ ইনস্টিটিউট সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ দলবেধে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করেন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টা হতে ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর সংলগ্ন শহীদ মিনারে এক আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা পুলিশ সুপার জাকির হাসান, সিভিল সার্জন মো: শিহাব উদ্দিন, উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল মামুন, শহীদ সালামের ছোট ভাই আবদুল করিম ও দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম খাঁন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।