দৈনিক ফেনীর সময়

‘সুফী আবদুল গণী (রহ.) ছিলেন পরিপূর্ণ ব্যক্তিত্ব’

‘সুফী আবদুল গণী (রহ.) ছিলেন পরিপূর্ণ ব্যক্তিত্ব’

নিজস্ব প্রতিনিধি :

“ফেনী জেলা তাবলীগ জামাতের সদ্য প্রয়াত আমীর সুফী আবদুল গণী (রহঃ) পরিপূর্ণ ব্যক্তিত্ব। তিনি আমৃত্যু দ্বীনের খেদমত করে গেছেন। দ্বীনের দাওয়াত প্রচার করতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমন করেছেন। ব্যক্তিজীবনে ব্যবসায়ী হলেও সেটি দ্বীনের মারকাজ হিসেবে ব্যবহার হতো। ছেলে-মেয়েদেরও ইসলামের সেবায় নিয়োজিত করে গিয়েছেন। ব্যক্তিজীবনে একাডেমিক শিক্ষা না নিলেও তিনি ছিলেন আলেম-ওলামাদের অভিভাবক। তিনি একজন আদর্শ মানুষ। তাঁর জীবন ব্যবস্থা থেকে অনেক কিছুই শেখার রয়েছে”।

শনিবার শহরের সালাউদ্দিন মোড়ের আলিফ কনভেনশন সেন্টারে সুফী আবদুল গণি (রহ:) এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তাগণ এসব কথা বলেন। আল খিদমাহ্ সোসাইটির আয়োজনে প্রথম অধিবেশনে সংগঠনের সভাপতি মাওলানা ওমর ফারুক ও দ্বিতীয় অধিবেশনে শর্শদী দারুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আফজালুর রহমান সভাপতিত্ব করেন।

সোসাইটির সহ-সভাপতি মোহাম্মদ আলী মিল্লাত ও সাধারণ সম্পাদক মাওলানা নোমান সিকদারের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জামেয়া শায়খুল ইসলাম হোসাইন আহম ফেনীর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুল হান্নান, জামেয়া রশিদিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী শহীদুল্লাহ, ওলামা বাজার মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ আবু সাঈদ, জামেয়া মাদানীয়ার মুহতামিম মাওলানা সাইফ উদ্দিন কাসেমী, নায়েবে মুহতামিম মুফতী আহমদ উল্লাহ কাসেমী, জামেয়া ইসলামীয়ার মুহতামিম মাওলানা মোমিনুল হক জাদিদ, ফুলগাজী আশ্রাফিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউসুফ সাদেক, মহিপাল জামেয়া হোসাইনীয়ার মুহাদ্দিস মাওলানা আবুল কাশেম, জহিরিয়া জামে মসজিদের খতিব মুফতী ইলিয়াছ বিন নাজেম, লালপোল জামিয়া সুলতানীয়ার মুহতামিম ক্বারী মুহাম্মদ কাসেম, দেবীপুর সোলতানীয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা শাহেদুল ইসলাম প্রমূখ।

পরে বিশেষ মোনাজাতে মরহুম সুফী আবদুল গণি (রহ:) এর আত্মার মাগফিরাত কামনা করা হয়। এর আগে দুপুরে পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী মাদানীনগর মাদরাসার পাশে তাঁর কবর জিয়ারত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!