দৈনিক ফেনীর সময়

সোনাগাজীতে স্বর্ণ দোকান লুট : সেই অর্জুন ভাদুড়ীর মারা গেছেন

সোনাগাজীতে স্বর্ণ দোকান লুট : সেই অর্জুন ভাদুড়ীর মারা গেছেন

নিজস্ব প্রতিনিধি :

সোনাগাজীতে দিন দুপুরে স্বর্ন দোকান লুটের ঘটনায় গুরুতর আহত দোকানী অর্জুন চন্দ্র ভাদুড়ীকে(৫২) বাঁচানো গেলো না ।১১দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাত আড়াইটার দিকে চট্টগ্রামের ইম্পিরিয়াল হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৩০ অক্টোবর সোনাগাজী উপজেলার জমাদার বাজারে বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে দুর্বৃত্তরা অর্জুন ভাদুড়ীর স্বর্ণ দোকান লুট করে প্রায় কোটি টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় হামলাকারীরা ভাদুড়ীকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায়। আহত ভাদুড়ীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং ডাকাতদের ছোঁড়া হাত বোমার আঘাতে আহত শহীদুল ইসলাম (৫৫) নামে স্থানীয় এক বাসিন্দাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে অর্জুন বাদুড়ীকে রাজধানীতে এনে মাথায় জটিল অপারেশন শেষে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর অবস্থার কিছুটা উন্নতি হলে ফের চট্টগ্রামে আনা হয়।

পরিবার সুত্রের উদ্বৃতি দিয়ে জেলা জুয়েলার্স সমিতির সাধারন সম্পাদক গোলাম ফারুক বাচ্চু জানান, চট্টগ্রাম ইম্পিরিয়াল হাসপাতালে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসকরা লাইফসাপোর্ট খুলে অর্জুন ভাদুড়ীকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করলেও ১২ দিনেও ক্লু উদঘাটন করা যায়নি। সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন বলেন, ঘটনার পর ফেনীর পুলিশ সুপার জাকির হাসান সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাজারের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!