নিজস্ব প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার তাকিয়া বাজার এলাকায় সরকারি কাজে বাধা দিয়ে রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে একটি চক্র। তারা শ্রমিকদের মারধর করলে কাজ বন্ধ করে চলে যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তাকিয়া বাজার এলাকায় আহসানিয়া মডেল মাদেরাসা সড়কটি দীর্ঘদিন ধরে এবড়োথেবড়ো হয়েছে। সামান্য বৃষ্টি হলে হাঁটুপানি জমে যায়। এর ফলে ৩শতাধিক শিক্ষার্থী সহ স্থানীয়রা যাতায়াতে ভোগান্তির শিকার হন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বৃহত্তর নোয়াখালী জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন-৩য় পর্যায় (২য় সংশোধিত) এর আওতায় রাস্তাটি নির্মাণের অনুমোদন দেয়া হয়। এজন্য ২৮ লাখ ৯১ হাজার ৪৫৮ টাকা প্রাক্কলন ব্যয় নির্ধারণ করা হয়। চলতি বছরের ২১ মার্চ প্রকল্পের অনুমোদন করেন প্রকল্প পরিচালক আমিনুর রশিদ চৌধুরী।
স্থানীয়দের অভিযোগ, ১৯৮৮ সালের বিএস খতিয়ানে রাস্তার শুরুতে ১৯ ফুট, মাঝে ১৬ ফুট ও শেষে ১৯ ফুট রয়েছে। দীর্ঘদিন তারা রাস্তার জায়গা দখল করে আসছিল। সম্প্রতি ঠিকাদারের লোকজন কাজ শুরু করলে স্থানীয় হাজী আবুল কালাম ও আবুল খায়ের গং বাধা সৃষ্টি করে। একপর্যায়ে বৃহস্পতিবার ঠিকাদারের লোকজন কাজ করার সময় কতিপয় কিছু নারীকে জড়ো করে মারধর করে। এসব নারীকে হাজী আবুল কালামের ছেলে সলিম উল্যাহ ইন্দন দেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এসময় শ্রমিকরা কাজ বন্ধ করে চলে যায়। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করেছেন।
এ ব্যাপারে আবুল কালাম ও তার ছেলে সলিম উল্যাহর বক্তব্য জানা যায়নি।