নিজস্ব প্রতিনিধি :
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু আওয়ামীলীগ নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘তারা প্রায়ই বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। আমরা বলি আমাদের নেতা তারেক রহমান। তার উপর বেগম খালেদা জিয়াও আছেন। কিন্তু তাদের ভবিষ্যত নেতা কে, কেউ কি বলতে পারবেন ? আমি নিশ্চিত করে বলতে পারি এ প্রশ্নের উত্তর তারা দিতে পারবেন না।’ তিনি বলেন, ‘প্রতিপক্ষ দলের সাথে শত্রæর মত আচরণ করবেন না। এটা আবার আপনাদের দিকে ফিরে আসবে।’
তিনি আরো বলেন, সরকার রাতারাতি জ্বালানী সহ সব জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। এতে করে জনগনের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্য বাড়িয়ে সরকারের দূর্নীতি ও লুটপাটের বোঝা জনগনের উপর চাপাতে চায়। তিনি বলেন, দেশে কোন বৈধ সরকার নেই। এই সরকার মানুষের ভোটাধিকার সহ সবধরনের অধিকার হরণ করেছে। এ সরকারকে আর টিকতে দেয়া যায় না।
সোমবার বিকালে সোনাগাজী উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সাবেক এ সভাপতি আরো বলেন, বিএনপি জনগনকে নিয়ে যে আন্দোলন করছে এটা শুরু মাত্র। নিজেদের অধিকার আদায়ে মানুষ রাস্তায় নেমে আসছে। সরকার পতন পর্যন্ত এ আন্দোলন চলবে। এ আন্দোলন প্রতিহত করার জন্য সরকার যতই লম্পজম্প দিক তা সফল হবেনা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে।
উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও স্থানীয় নেতা সৈয়দ আলম ভূঞার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফেনী-৩ আসনে বিগত নির্বাচনের বিএনপি প্রার্থী আকবর হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাহেনা আক্তার শানু, জালাল উদ্দিন মজুমদার, জেলা কমিটির যুগ্ম-আহবায়ক আলাউদ্দিন গঠন, এনডিপি চেয়ারম্যান আবু তাহের, সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, জেলা ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন প্রমুখ।