fenirshomoy logo black

নিজস্ব প্রতিনিধি :

স্টার লাইন গ্রুপে কর্মরত ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী ও বাসে যাতায়াতকারী যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি চিকিৎসা সেবা চালু হয়েছে। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের স্টার লাইন কমপ্লেক্সের নিচ তলায় গতকাল শনিবার থেকে এ্কজন চিকিৎসক এ সেবা দিচ্ছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

সরেজমিনে দেখা গেছে, স্টার লাইন কমপ্লেক্সের নিচ তলায় টিকিট কাউন্টারের পাশেই তৈরি করা হয়েছে একটি কক্ষ। ওই কক্ষে প্রতি শনিবার থেকে মঙ্গলবার সকাল থেকে দুপুর ও বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত রোগী বিনামূল্যে রোগীদের সেবা দিবেন ডা: আশিকুল ইসলাম মহিম। স্টার লাইন পরিবহনে যাতায়াতকারী কোন যাত্রী, ফেনী ন্যাশনাল কলেজ, স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল, হিফজুল কোরআন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী কিংবা কোম্পানীর কোন কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হলে জরুরী ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা দেবেন বিশেষজ্ঞ এ চিকিৎসক। তাকে নির্মাণাধীন স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের চীফ মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ইতিপূর্বে তিনি ফেনী ডায়াবেটিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ছিলেন।

ডা: আশিকুল ইসলাম মহিম জানান, স্টার লাইন হাসপাতাল চালুর আগে হেলথ সার্ভিস খোলা হয়েছে। এখান থেকে প্রথমদিনে ২০ জনের অধিক রোগী বিনামূল্যে সেবা নিয়েছেন। প্রতিদিন শনিবার থেকে মঙ্গলবার টার্মিনালে এবং বুধবার ফুড ফ্যাক্টরিতে সেবা দেয়া হবে।

স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন জানান, স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম শেষপর্যায়ে। স্টার লাইন গ্রুপের সংশ্লিষ্টরা ছাড়াও যাত্রী সাধারণ বিনামূল্যে এ চিকিৎসা সেবা পাবেন। এটি অব্যাহত রাখতে চেষ্টা রয়েছে।

স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন জানান, স্টার লাইন গ্রুপ সৃষ্টির পর থেকে মানুষের চাহিদা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, বেকারত্ব দূর করতে উদ্যোগ সহ নানা চেষ্টা রয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের বিনাপয়সায় চিকিৎসা সেবা দিতে চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ যাত্রীরাও জরুরী ভিত্তিতে এ সেবা পাবেন। বড় পরিসরে ফেনীর মানুষের কল্যাণে কাজ করতে আগামীতে হাসপাতাল চালু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!