দৈনিক ফেনীর সময়

স্টার লাইন হিফযুল কুরআন মাদরাসা ১০ হাফেজকে পাগ‌ড়ি প্রদান

স্টার লাইন হিফযুল কুরআন মাদরাসা  ১০ হাফেজকে পাগ‌ড়ি প্রদান

নিজস্ব প্রতি‌নি‌ধি:
স্টার লাইন গ্রুপের পরিচালনাধীন ফেনীর অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান স্টার লাইন হিফযুল কুরআন মাদরাসার ১০ জন হাফেজকে পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রধান মেহমান থেকে হাফেজদের পাগড়ি প্রদান করেন লস্করহাট জামেয়া রশিদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি শহীদ উল্লাহ। এরআগে কুরআন ও হাদীস থেকে গুরুত্বপূর্ণ বয়ান করেন, ফেনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সাইফুল্লাহ, রহমানিয়া জামে মসজিদের খতিব মুফতি আবুল কালাম ও ওয়াপদা মেকানিক্যাল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবদুল হালিমসহ বিশিষ্ট ওয়ায়েজীনগন।
স্টার লাইন গ্রুপ পরিচালিত স্টার লাইন হিফজুল কুরআন মাদ্রাসায় প্রথম হাফিজ হওয়ায়
হাফেজ ইফতেখারুল ইসলাম মুজাহিদকে ৫ হাজার টাকা পুরস্কৃত করা হয়।

এছাড়াও দস্তারবন্দী অনুষ্ঠানে স্টার লাইন হিফজুল কুরআন মাদ্রাসায় পবিত্র কোরআনের হাফিজ হওয়ায় ১০ জনকে পাগড়ি পরিয়ে দেয়া হয়। এরা হচ্ছেন, হাফেজ ইফতেখারুল ইসলাম মুজাহিদ, হাফেজ আয়ান উদ্দিন, হাফেজ সদরুদ্দিন ইসলাহি লাবিব, হাফেজ শাহরিয়ার হোসেন রিসাত, হাফেজ ওয়াফি হাসান, হাফেজ নুর মহামুদ সাব্বির, হাফেজ আহনাফ উদ্দিন, হাফেজ আবদুল্লাহ আল সিয়াম, হাফেজ আবদুল্লাহ সালমান, হাফেজ তালহা যোবায়ের।

স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হক, ফেনী মহিলা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুর রহীম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, স্টার লাইন গ্রুপের পরিচালক আবু বক্কর সিদ্দিক, হাজী নুরুল আলম ও মাহমুদুল হক চৌধুরী মনির, মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক চৌধুরী, রামপুর পাটোয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুল হক, ফেনী চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম, পরিচালক তাজুল ইসলাম ভুঁইয়া, ফেনী চেম্বার অব কমার্সের সাবেক সহ সভাপতি সেলিম পাঠান, সাবেক কমিশনার আবু আহম্মদ আবু ও আবুল কাশেম, ফেনী জেলা জুয়েলারী সমিতির সভাপতি ইসমাইল হোসেন খোকন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চু এবং বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রসূল ভূঁইয়া প্রমুখ।

শর্শদী মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম এর উপস্থাপনায় পাগড়ী প্রদান ও দোয়া মাহফিলে ফেনীর বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আলেমগণ উপস্থিত ছিলেন।

হাফেজ হলেন জাফর উদ্দিনের ছেলে আয়ান ও আহনাফ
শহর প্রতি‌নি‌ধি:
পবিত্র কুরআনের হাফেজ হলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিনের দুই ছেলে আয়ান উদ্দিন ও আহনাফ উদ্দিন। বুধবার সন্ধ্যায় তাদের পাগড়ী পরিয়ে দেন, লস্করহাট জামেয়া রশিদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি শহীদ উল্লাহ।
তথ্যপ্রযুক্তি ও আধুনিক শিক্ষার যুগে এসেও নিজের সন্তানদের কুরআনের হাফেজ বানিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন জাফর উদ্দিন। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জাফর উদ্দিন বলেন, আমার সহধর্মিণীর ইচ্ছায় ও স্টার লাইন পরিবারের সদস্যদের দোয়ায় আল্লাহর রহমতে আমার দুই ছেলে আয়ান উদ্দিন ও আহনাফ উদ্দিন কুরআনের হাফেজ হয়েছে। ইতোপূর্বে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন তবে এই প্রাপ্তি অতীতের সবকিছু ছাড়িয়ে গেছে। যেটি ভাষায় প্রকাশ করা যাবে না।
তিনি আরো বলেন, স্টার লাইন হিফযুল মাদরাসা থেকে আমার দুই ছেলেসহ ১০ জন হাফেজ হয়েছে। আমরা চেষ্টা করতেছি স্টার লাইন গ্রুপের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এই মাদরাসা যাতে এই অঞ্চলের দ্বীনী শিক্ষায় অবদান রাখতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!