নিজস্ব প্রতিনিধি :
অবশেষে স্বপ্নপূরণ হলো হারুন মজুমদারের। ফুলগাজী উপজেলা পরিষদের নির্বাচনে বিপুল ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে কাপপিরিচ প্রতীকে ২৭ হাজার ৬৩৬ ভোট পান তিনি। এ নির্বাচনে ২৭শতাংশ ভোটগ্রহণ হয়েছে। প্রতিদ্বন্ধী জাফর উল্যাহ ভূঞা চিংড়ী প্রতীকে পেয়েছেন ৭শ ৭৫ ভোট। ভোটগণণা শেষে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসমাত জাহান লিপি ফলাফল ঘোষণা করেন।
২০১৪ সালে তৎকালীন চেয়ারম্যান একরামুল হক একরাম মারা যাওয়ার পর থেকে চেয়ারম্যান পদে আলোচনায় আসে হারুন মজুমদার। তখন তিনি একরামের নিজ ইউনিয়ন আনন্দপুর ইউপির চেয়ারম্যান ছিলেন। একসময়ে ওই ইউনিয়নে একরামও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একরামের শূন্যপদে উপনির্বাচনে দলীয় মনোনয়ন লড়াইয়ে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন মজুমদারকে পেছনে ফেলে সাধারণ সম্পাদক আবদুল আলিম চেয়ারম্যান পদ ভাগিয়ে নেন। ২০১৮ সালের উপজেলা নির্বাচনেও চেয়ারম্যান হন আলিম। হারুন মজুমদার আনন্দপুরের তিনবারের চেয়ারম্যান। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে হারুনের দাবী আরো জোরালো হয়। এবার মনোনয়নপত্র জমা দিয়েও হারুনকে সমর্থন জানিয়ে একপর্যায়ে সরে দাঁড়ান আলিম। এতে হারুনের জয় নিশ্চিত হয়।
ভোটের ফলাফলে দেখা গেছে, ভাইস চেয়ারম্যান পদে অনিল বণিক টিয়া পাখি প্রতীকে ১১ হাজার ৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। প্রতিদ্বন্ধী জেলা আওয়ামীলীগ সমর্থিত মাহবুবুল হক কালা তালা প্রতীকে ৭ হাজার ২৬৫ ভোট পান। অপর প্রার্থীদের মধ্যে আব্দুর রহিম ৩ হাজার ৮৯১, সাইফউদ্দিন মজুমদার শাহীন ২ হাজার ৬৮৮, পরিমল চন্দ্র রায় ৩ হাজার ১৯৭ ভোট পান।