নিজস্ব প্রতিনিধি :
দৈনিক ইনকিলাবের ফেনী প্রতিনিধি ওমর ফারুকের উপর হামলার মামলার প্রধান আসামী ওমর ফারুক প্রকাশ জামাই ফারুককে গতকাল দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে। হত্যা ও বিষ্ফোরক সহ ৫ মামলায় তাকে ফেনী মডেল থানা থেকে আদালতে তোলা হয়।
এর আগে মঙ্গলবার রাতে তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল থেকে এসআই ফারুক মিয়ার নেতৃত্বে গ্রেফতার করে পুলিশ। সাংবাদিক ফারুকের উপর হামলা ছাড়াও ২০০২ সালে মাইজবাড়িয়া গ্রামের মো: জাকারিয়ার বাড়িতে চাঁদার দাবীতে হামলা ভাংচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা নং- ৪৬/০২ইং, ২০১৪ সালে ফাজিলপুর গ্রামের গোলাম সরোয়ার হত্যাকান্ডে মামলা নং- ৪০/১৪ ইং, একইবছর এসআই গোলাম হাক্কানী বাদী হয়ে বিস্ফোরক আইনে ফেনী মডেল থানার মামলা নং- ৭৬/১৪ ইং ও বিশেষ ট্রাইবুনালের-২৫/১১ নং মামলাসহ মোট ৫টি মামলায় জামাই ফারুককে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে প্রায় ৩৭টি মামলা রয়েছে। জামাই ফারুক ফেনী সদর উপজেলার যাত্রাসিদ্ধি পূর্ব গোবিন্দপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে ও কালিদহ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানান, দীর্ঘদিন সৌদি আরব থাকা ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে ফিরে বেপরোয়া হয়ে উঠে জামাই ফারুক।