নিজস্ব প্রতিনিধি :
‘একটাই লক্ষ্য- হতে হবে দক্ষ, স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ- শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ফেনীতে নানা আয়োজনে শেষ হয়েছে। রবিবার বিকালে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসাইন।
ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: শফী উল্লাহ ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। ইনস্ট্রাক্টর রুমানা পারভীন ও জুনিয়র ইনস্টাক্টর তারেক মাহমুদের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক প্রকৌশলী চন্দন কান্তি দাস, শিক্ষক পরিষদ সভাপতি জিএম তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রফিক আহমেদ।
এর আগে সকালে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরী শিক্ষার ভূমিকা ও করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি জিএম তাজউদ্দিন পলাশের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব সিভিল এর সহকারি অধ্যাপক মো: আলী আকবর। মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ফেনী পওর সার্কেলের (পুর) তত্ত¡াবধায়ক প্রকৌশলী স্বপন কুমার বড়–য়া।
ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খিসার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ফেনী সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কাজী রেজাউল হক, জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির ফয়েজ আহমদ, পৌরসভার প্যানেল মেয়র মঞ্জু রানী দেবী, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নেজামুল হক ভুঞা, সদর উপজেলা স্কাউট সম্পাদক রুহুল আমিন, প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি কাজী ওয়াজিঊল্ল্যাহ, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক, বন্ধুর বন্ধন সভাপতি সাফায়েত উল্যাহ, আরবান ইয়ুথ সোসাইটির সভাপতি লিয়াকত আলী আরমান প্রমুখ। এছাড়া পলিটেকনিকের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক অংশ নেন।