রাসেল চৌধুরী :
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে আমরা কলংকৃত হয়েছিলাম। তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারলে আমরা জাতি হিসাবে কলংকমুক্ত হতে পারবো। বঙ্গবন্ধু বাঙ্গালী জাতিকে প্রকৃত অর্থে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর জীবন আদর্শ ধারন করতে পারলে আমরা দেশকে এগিয়ে নিতে পারবো। আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর ইতিহাস জানাতে হবে। বঙ্গবন্ধুর মতো দেশকে ভালোবাসতে হবে। আমাদের যা আছে তা নিয়ে কাজ করে যেতে হবে।
সোমবার বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড. মোহাম্মদ মনজুরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশার লিজা আক্তার বিথীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা: রফিক-উস ছালেহীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী পৌরসভার সাবেক মেয়র হাজী আলাউদ্দিন, জিপি প্রিয়রঞ্জন দত্ত, বীর মুক্তিযোদ্ধা শাহদুল হক বুলবুল, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু তাহের।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আজগর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোমেনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারি প্রমুখ। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর চিত্রাংকন প্রতিযোগিতায় ১৫ জন ও শিশু একাডেমীর রচনা ও চিএাংকন প্রতিযোগিতায় ১৮ জনকে পুরস্কৃত করা হয়। শেষে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সহ পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।