নিজস্ব প্রতিনিধি : সোনাগাজী উপজেলা চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষীগঞ্জ গ্রামের দিন মজুর মাইন উদ্দিনের বড় ছেলে কিডনি রোগে আক্রান্ত মো: আরিফ (২৬) কে বাঁচতে আর্থিক সাহায্য ও একটি কিডনি চেয়েছে মা বিবি আয়েশা
পারিবারিক সূত্রে জানা যায়, চরলক্ষীগঞ্জ ইউনিয়নের দিন মজুর মাইন উদ্দিন বেকারিতে দিনমজুর হিসেবে কাজ করে সংসার চলছে, তার সংসারে স্ত্রী ২ ছেলে ২ মেয়ে নিয়ে দল তার সংসারে অভাব গোছাতে বড় ছেলে মো: আরিফ কে ওমানে পাঠায় সেখানে দীর্ঘ ৬ বছর টেইলারিং দোকানের কাজ করে, ব্যাংক লোন পরিশোধ করে, এ ছাড়াও এক বোনের বিয়ে দেন। গত বছর হঠাৎ করে তার চোখে সমস্যা দেখা দিলে আরিফকে দেশে পাঠিয়ে দেয়া হয়। দেশে আসার পর চোখের ডাক্তার কে দেখালে চোখের ডাক্তার আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগে বিশেষজ্ঞ অধ্যাপক ডা:সৈয়দ ফজলুল ইসলামের কাছে প্রেরন করে এখানে পরিক্ষা নিরিক্ষা করে তার দুটো কিডনি অকেজো পথে রয়েছে এমতাবহস্থায় চিকিৎসক বলেছে আরিফ কে বাঁচাতে হলে তাকে একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে নয়তো যে কোন সময় আরিফের কিডনি দুটি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। কিডনি প্রতিস্থাপন চিকিৎসা ভাবত তার প্রায় সাড়ে ৬ লাখ টাকা খরচ হবে। দিন মজুর পিতার পক্ষে এত টাকা ব্যয় করা কখনোই সম্ভব নয়। তাই দেশের দানবীর, ও বৃত্ত শালীদের কাছে তার ছেলের জীবন বাঁচাতে অর্থিক সহযোগিতা ও একটি কিডনি সহযোগিতা চেয়েছেন মা বিবি আয়েশা । আরিফের পিতা মাইন উদ্দিন ও বলেন তার বড় ছেলে কে বাঁচাতে সকলকে এগিয়ে আসতে সহযোগীতার হাত বাড়ীয়ে দিত অনুরোধ জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা ইসলামী ব্যাংক কুঠিরহাট শাখা- একাউন্ট নং ২০৫০৭৭৭০২২৩১৭৭১২ (মা) বিকাশ ০১৮১২৬১৩২১০ (বাবা)।