নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে মোটরসাইকেল ধাক্কায় আফরোজা আক্তার রিয়া (৬) নামের এক শিশুছাত্রী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে দুধমুখা-ভ‚ইঁয়ারহাট সড়কের মিরের পোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রিয়া বিরাহিমপুর গ্রামের ইসমাইল হোসেন রিয়াজের মেয়ে। সে মিরের পোল সংলগ্ন বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত মঙ্গলবার সকালে তার সহপাঠিদের সাথে বিদ্যালয়ে যাচ্ছিল রিয়া। বিদ্যালয়ের সমানের সড়কের বিপরীত দিক থেকে সড়ক পার হয়ে বিদ্যালয়ের দিকে যাওয়ার সময় একটি দ্রæতগতির মোটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে। এতে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হয় রিয়া। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন স্কুলের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের আশ^াসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো: সাদেকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় এবিষয়ে কোন মামলা করা হয়নি।