দৈনিক ফেনীর সময়

দাগনভূঞার বাকপ্রতিবন্ধী সাদ্দাম বাঁচতে চায়

দাগনভূঞার বাকপ্রতিবন্ধী সাদ্দাম বাঁচতে চায়

দাগনভূঞা প্রতিনিধি :

দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বাকপ্রতিবন্ধী সাদ্দাম হোসেন (২৬) বাঁচতে চান। জন্মের পর থেকে বাকপ্রতিবন্ধি হলেও রাজমিস্ত্রীর কাজ করে পরিবারের হাল ধরেছিল। বর্তমানে কিডনি রোগে আক্রান্ত হয়ে চরম অসহায় দিনাতিপাত করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে অসুস্থ হওয়ায় চরম দুশ্চিন্তায় দিন পার করেছে অসহায় মা। সাদ্দামের এক ভাইসহ পরিবারের সবাই বাকপ্রতিবন্ধি।

জানা গেছে, উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের পূর্বচন্দ্রপুর এলাকার আফজাল কবিরাজ বাড়ীর অসহায় দরিদ্র বেলাল হোসেনের ছেলে বাকপ্রতিবন্ধি সাদ্দাম হোসেন। জন্মের কয়েকদিন পর পিতাকে হারিয়ে এতগুলো বছর প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মানবেতর জীবন-যাপন করেন মা জোসনা আক্তার। বর্তমানে কিডনি রোগে আক্রান্ত হয়ে সাদ্দাম শয্যাশায়ী। চিকিৎসা করার মত কোন সম্বল না থাকায় মানুষের আর্থিক সহযোগীতায় কোনোরকমে খেয়ে না খেয়ে দিন পার করছেন।

এ বিষয়ে বাকপ্রতিবন্ধী সাদ্দামের মামা শহীদুল্লাহ জানান, কিডনির সমস্যা দিনদিন বাড়ছে। ফেনী-চট্টগ্রামে দীর্ঘদিন চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে এনেছি। ডাক্তার বলেছে ভালো চিকিৎসা করালে আবারো আগের মত কিছুটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতো সাদ্দাম।

এতে চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন। দরিদ্র পরিবারের পক্ষ থেকে এতগুলো কোনোভাবে সংগ্রহ করা সম্ভব হবে না। সেজন্য চিকিৎসার জন্য সমাজের বৃত্তবান মানুষের কাছে সহযোগীতা কামনা করেছেন মামা শহীদুল্লাহ। যদি কোনো ব্যক্তি অসহায় দরিদ্র ঘরের প্রতিবন্ধী সাদ্দামকে আর্থিকভাবে সাযাহ্য করতে চান তাহলে ০১৬৩৭৫৬২৭৬৬ পারসোনাল বিকাশ নাম্বারে সহযোগীতা করতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!