দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরাইশমুন্সী বাজার থেকে সিলিন্ডার ভর্তি ট্রাক চুরির ১৬ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার ও ১৯টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত ১০ মার্চ রাতে কোরাইশমুন্সী বাজারের একটি গ্যারেজ থেকে ৪৫টি এলপিসি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক চুরি করে দূর্বৃত্তরা। এ ঘটনায় নুর মো: রাসেল রিফাত বাদি হয়ে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন। এরপর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। গত ১৯ মার্চ দাগনভূঞা উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর এলাকার দুলাল মিয়ার ছেলে হৃদয় হাসান মিলন (২২) ও বাতশ্রী এলাকার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ শাকিল (২৭) কে গ্রেফতার করা হয়। এরপর পুলিশি রিমান্ডে জিজ্ঞাসাবাদে শাকিলের দেয়া তথ্যমতে, শহরের বিসিক শিল্প নগরী এলাকার কুসুমবাগ সংলগ্ন জনৈক শামীমের খালি জায়গা থেকে চোরাইকৃত ট্রাক ও ট্রাকে থাকা ১৯টি সিলিন্ডার উদ্ধার করা হয়।
দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুইজন শাকিল ও মিলন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। অপরাপর জড়িতদের গ্রেফতার ও চোরাইকৃত অন্যান্য গ্যাস সিলিন্ডিার উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।