দৈনিক ফেনীর সময়

জায়লস্করে সড়কের মাঝ থেকে সরলো বৈদ্যুতিক খুঁটি

জায়লস্করে সড়কের মাঝ থেকে সরলো বৈদ্যুতিক খুঁটি

নিজস্ব প্রতিনিধি :

দাগনভূঞা উপজেলার জায়লস্কর উচ্চ বিদ্যালয় সম্মুখস্ত স্থানে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ফোরলেনের মাঝামাঝি স্থানে থাকা ৫টি বৈদ্যুতিক খুঁটি অবশেষে সরানো হয়েছে। গত ১১ মার্চ দৈনিক ফেনীর সময় এ ‘জায়লস্করে মহাসড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি, দূর্ঘটনার শংকা’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হলে এ উদ্যোগ নেয় বিদ্যুত বিভাগ।

স্থানীয় সিদ্দিকুর রহমান জানান, খুঁটিগুলো সরিয়ে নেয়ায় আতঙ্কে থাকা আশপাশের বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ফেনী পল্লী বিদ্যুত সমিতির এজিএম (অপারেশন) আকাশ কুসুম বড়ুয়া জানান, খুঁটিগুলো সরানোর কাজ প্রক্রিয়াধীন ছিলো। দুইদিন আগে তৎসংলগ্ন স্থানে নতুন খুঁটিসহ লাইন স্থাপন করা হয়েছে।

এনডিই এর পক্ষে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তরী এন্টারপ্রাইজের পরিচালক মো: রাশেদুজ্জামান জানান, ফোরলেন প্রকল্পের কাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। বিদ্যুতের ৫টি খুঁটি নিয়ে বেশ কয়েকবার বিদ্যুত ও সড়ক বিভাগকে লিখিতভাবে জানানো হয়েছিলো। দীর্ঘসময় পর এগুলো সরিয়ে নেয়ায় সড়কের অবশিষ্ট কাজ দ্রæত শেষ করা যাবে।

এর আগে সড়ক বিভাগের আওতায় ৭৪৭ কোটি টাকা ব্যয়ে মহিপাল থেকে নোয়াখালীর চৌমুহনী পর্যন্ত ৩০ কিলোমিটারে নির্মিত হচ্ছে ফোরলেন সড়ক। এর মধ্যে ফেনী অংশের ১৭ কিলোমিটারের কাজ দ্রæতগতিতে এগিয়ে চলছে।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত কাজের মেয়াদকাল বর্ধিত করা হয়। এর জন্য বরাদ্ধ করা হয়েছে ৩০৮ কোটি টাকা। নির্মাণ কাজের দায়িত্ব পান ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং (এনডিই)। ফেনী অংশে সড়কের দুই পাশে বিদ্যুতের ৯শ ১১টি খুঁটি ছিলো। খুঁটি অপসারনের জন্য সাড়ে ৮ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়। প্রায় সবকটি সরানো হলেও জায়লস্কর এলাকার ৫টি খুঁটি সড়কেই রয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!