আরিফ আজম, পরশুরাম থেকে ফিরে :
প্রতিবছর বন্যায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণের জন্য তৈরি বেড়িবাঁধ ভেঙ্গে যায়। বছর ঘুরলেই এলাকার মানুষের এ দূর্ভোগ নিত্যদিনের। পুনরায় বাঁধ নির্মাণের পর এটি রক্ষায় আর কারো তদারকী থাকেনা। পরশুরাম্ উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী এলাকায় বেড়িবাঁধের উপর দিয়ে দিবারাত্রি বালু বহনকারী মিনি ট্রাক চলাচল করে। যার ফলে হুমকির মুখে রয়েছে বাঁধ।
সরেজমিনে দেখা গেছে, বালুবাহী ট্রাক চলাচল করার কারনে বেড়িবাঁধ সড়ক বেহাল হয়ে পড়েছে। রাস্তা বেহাল হওয়ার কারণে রিকশা, ভ্যান বা অটোরিকশাসহ ছোট কোনো যানই সড়ক দিয়ে চলাচল করতে পারছে না।
দক্ষিন কাউতলী এলাকার স্থানীয় মেম্বার ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ফজলুল বারী মনছুর জানান, ‘মাঝেমধ্যে স্থানীয় এলাকাবাসী রাস্তা বন্ধ করে দিয়েছিল। এরপর বালু কারবারীরা বেড়িবাঁধের রাস্তা ঠিক করার আশ^াস দিয়ে পুনরায় চালু করে।’
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম ফেনীর সময় কে বলেন, ‘প্রতিবছর বন্যা এলে বেড়িবাঁধ নিয়ে টেনশনে থাকতে হয়। পরশুরামে নতুন যোগ দিয়েছি। কাউতলী এলাকায় বেড়িবাঁধের উপর ট্রাক চলাচল করে কিনা খবর নিতে হবে। সত্যতা পেলে ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন, বালুবাহী ট্রাক গ্রামীণ রাস্তায়ও চলার অনুমতি নেই। বেড়িবাঁধের উপর চলাচলের বিষয়টি কেউ জানায়নি। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হবে।
ফেনীস্থ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহরিয়ার বলেন, এ ব্যাপারে স্থানীয় জনগনকে সচেতন হতে হবে। খবর পেলে সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।’