পরশুরাম প্রতিনিধি:
” শিক্ষকদের দিয়েই শিক্ষায় রুপান্তর শুরু ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পরশুরামে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার ২৭ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পরশুরাম উপজেলায় কর্মরত প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, এবং কলেজ শিক্ষকদের নিয়ে এক বন্যার্ঢ্য র্যালি আয়োজন করা হয়েছে। পরশুরাম সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু কাওছার মোঃ হারেস’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা বক্তব্য রাখেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ফেনী জেলা ইউনিটের দপ্তর সম্পাদক ও পরশুরাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাহফুজুল ইসলাম হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহমদ, পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম মজুমদার, সুবার বাজার ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাদেক হোসেন, পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী (আসিফ), পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহি উদ্দিন আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন মজুমদার, গুথুমা খান বাহাদুর আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টিপু,সহ সভাপতি আবুল কাশেম সহ প্রমূখ।
আলোচনা সভায় শিক্ষকতার পেশা সম্মান জনক অবস্থানে নেওয়া সহ চাকরি নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা,মান সম্মত পাঠদান, সৃজনশীল পাঠদান, ছাত্র, ছাত্রী মেধা বিকাশে সুনির্দিষ্ট পাঠদান, কার্যকর শিক্ষা দান,শিখনের পরিবেশ, এবং সামাজিক শিক্ষক দের নিরাপত্তা নিশ্চিতকরনের দাবি জানানো হয়।