নিজস্ব প্রতিনিধি :
সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো প্রার্থী হয়ে বাজিমাত করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। বিএনপি বিহীন এ নির্বাচনে তার সাথে আরো ৫ জন প্রার্থী থাকলেও তার কাছে কেউ পাত্তাই পায়নি।
ভিআইপি হিসেবে পরিচিত আসনটিতে নৌকার প্রার্থী নাসিম চৌধুরী ১ লাখ ৮২ হাজার ৭৬০ ভোট পেয়ে জয়ী হন। পরশুরামে ৫১ হাজার ৫৬৯, ফুলগাজীতে ৫২ হাজার ২৮০ ও ছাগলনাইয়াতে ৭৮ হাজার ৯১১ ভোট পান তিনি। এখানে ৩ লাখ ৫৯ হাজার ৩শ ৯ জন ভোটার রয়েছেন। এখানে ১১৫টি ভোট কেন্দ্রের ৭৭৯ কক্ষে ভোটগ্রহণে প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা সহ ২ হাজার ৪শ ৫২ জন দায়িত্ব পালন করেন।
পরশুরাম উপজেলায় ২৯টি কেন্দ্রে মোট ভোটার ৮৮ হাজার ৮৯০ জন। এখানে ৬০.৫শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে নৌকার প্রার্থী নাসিম চৌধুরী ৫১ হাজার ৫৬৯ ভোট ছাড়াও লাঙ্গলের শাহরিয়ার ইকবাল ৬১৪ ভোট, ঈগলের আবুল হাসেম ৫৮৪ ভোট, সোনালী আঁশের শাহজাহান সাজু ১৭৯ ভোট, মোমবাতির কাজী নুরুল আলম ৬৫৯ ভোট, মাহবুব মোরশেদ মজুমদার ছড়ি প্রতীকে ১৩৭ ভোট পান।
ফুলগাজী উপজেলায় ৩২টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৪ হাজার ১৪৭ জন। এখানে ৫৪.৪১শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে নৌকার প্রার্থী নাসিম চৌধুরী ৫২ হাজার ২৮০ ভোট ছাড়াও লাঙ্গলের শাহরিয়ার ইকবাল ১ হাজার ২৩৬ ভোট, ঈগলের আবুল হাসেম ৬১৪ ভোট, সোনালী আঁশের শাহজাহান সাজু ২৭৩ ভোট, মোমবাতির কাজী নুরুল আলম ৭৪৯ ভোট, মাহবুব মোরশেদ মজুমদার ছড়ি প্রতীকে ১৭৯ ভোট পান।
ছাগলনাইয়া উপজেলায় ৫৪টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৬৬ হাজার ২৭২ জন। এখানে ২৮.২০শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে নৌকার প্রার্থী নাসিম চৌধুরী ৭৮ হাজার ৯১১ ভোট ছাড়াও লাঙ্গলের শাহরিয়ার ইকবাল ২ হাজার ৩৪৫ ভোট, ঈগলের আবুল হাসেম ১৮২৬ ভোট, সোনালী আঁশের শাহজাহান সাজু ৫৫২ ভোট, মোমবাতির কাজী নুরুল আলম ১১৫৬ ভোট, মাহবুব মোরশেদ মজুমদার ছড়ি প্রতীকে ৪৭২ ভোট পান।