নিজস্ব প্রতিনিধি :
রোড টু স্মার্ট বাংলাদেশের আওতায় ফেনী জেলা আওয়ামী লীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন করা হয়েছে। পৌরসভার লিবার্টি সুপার মার্কেটে সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা আওয়ামী লীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও আওয়ামী লীগের নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার।
এসময় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, দলের কেন্দ্রীয় নির্বাচনী মনিটরিং সেলের সুফি ফারুক ইবনে আবু বকর, ফেনী পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু, সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণার অংশ হিসেবে ফেনীতে আওয়ামীলীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ কার্যালয়ে দুটি কম্পিউটার, প্রিন্টার মেশিন রয়েছে। দুইজন তরুণ ও দুইজন তরুণী দায়িত্ব পালন করবেন। স্মার্ট কার্যালয় সৃষ্টির ফলে এখন থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ডিজিটাল সুবিধার মাধ্যমে মুক্তিযুদ্ধ, সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালানো হবে। এতে করেন নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস ও তথ্য জানানো সুযোগ হবে।