দৈনিক ফেনীর সময়

ফেনীতে ঈদ কেনাকাটায় ভীড় বাড়ছে

ফেনীতে ঈদ কেনাকাটায় ভীড় বাড়ছে

নিজস্ব প্রতিনিধি :

সময় যত গড়াচ্ছে ততই ঈদ কেনাকাটায় ভীড় বাড়ছে। শহরেরর নামি-দামি ফ্যাশন হাউস ও শপিংমলগুলোর পাশাপাশি মার্কেট ও ছোট-বড় শপিং দোকানে বাড়ছে ক্রেতা সমাগম।

সরেজমিন গতকাল শপিংমল ও ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখা গেছে, ঈদ সামনে রেখে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের বিভিন্ন ব্র্যান্ড হাউজ ও মার্কেটগুলোতে ব্যবসায়ীরা সাজিয়েছেন নতুন নতুন পোশাকের পসরা। ক্রেতাদের আকৃষ্ট করতে নানা ডিজাইন ও রং-বেরঙের পোশাক নিয়ে প্রস্তুত বিক্রেতারা। থেমে নেই ক্রেতারাও। পছন্দের পোশাক বেছে নিতে এসব দোকানে পরিবার-পরিজন নিয়ে ভিড় জমাচ্ছেন তারা। পছন্দের পোশাকের সঙ্গে মিলিয়ে অনেকে কিনছেন জুতা ও অন্যান্য অনুষঙ্গ।

পছন্দের পোশাক কিনতে বাবা-মায়ের হাত ধরে মার্কেটে আসছে ছোট্ট শিশুরাও। এতে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর ঈদের বাজার। শহরের এফ রহমান এসি মার্কেট, গ্র্যান্ড হক টাওয়ার, শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান, ফেনী গার্ডেন সিটি, ফেনী সুপার মার্কেট, সওদাগর পট্টি, দর্জি পট্টি, জগন্নাথ বাড়ী রোড, গ্রীন টাওয়ার, রহমান মার্কেট, জেবি রোড, গুলশান মার্কেট, আলী আহম্মদ টাওয়ার, শহীদ শহীদুল্লাহ সড়কের সূচনা সেন্টার, তমিজিয়া মার্কেট, ফেনী সেন্টার সহ ছোট-বড় মার্কেটগুলোতে ক্রেতাদের ভীড় ক্রমেই বাড়ছে।

তবে ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বছরের চেয়ে এ বছর ক্রেতার সংখ্যা অনেক কম। ক্রেতা উপস্থিতি হলেও বেচাবিক্রি আশানুরূপ নয়। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে ক্রেতা ভীড়ের পাশাপাশি বিক্রিও বাড়বে বলে তাদের আশাবাদ।

সওদাগর পট্টির হক এন্ড হক এর মালিক শরিফুল ইসলাম জানান, নিত্যপন্যের মূল্য বৃদ্ধি সহ নানা কারনে ক্রেতা আসছে ঠিকই, কিন্তু বিক্রি আশানুরূপ হচ্ছে না। সকালে ভিড় কিছুটা কম থাকলেও বিকেলের পর বাড়তে থাকে ক্রেতা উপস্থিতি। ঈদের বেচাকেনায় ভিড় আরও বাড়ার কথা। অনেক ক্রেতা দামাদামি করে চলে যান।

ঝুমুর শপিং স্পটের মালিক মুশফিকুর রহমান পিপুল জানান, আমাদের এখানে ভারত, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও তুরস্কের বিভিন্ন দেশের নামীদামী সুগন্ধি ও প্রসাধনী রয়েছে। ঈদে এর ব্যাপক চাহিদা হয়। দিন দিন ক্রেতার সংখ্যা বাড়ছে েেক্রতা আসছে। বেচাকেনার ব্যস্ততা আরও বাড়বে বলে আশা করি।

এফ রহমান এসি মার্কেটের তানজীম’স এর মালিক মাওলানা ওমর ফারুক জানান, গত কয়েক বছরের করোনার ধাক্কা কাটিয়ে এবার ঈদে ব্যবসা বেশি হওয়ার আশা ব্যবসায়ীদের। সেই অনুযায়ী এখনো বিক্রি না হলেও শেষসপ্তাহে প্রত্যাশা পূরণ হবে।

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী বলেন, ক্রেতা সাধারণের নিরাপত্তায় বড় বাজার সহ বিভিন্ন স্থানে জেলা পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ মোতায়েন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!