নিজস্ব প্রতিনিধি :
সারাদেশের ন্যায় ফেনীতেও আজ রবিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার এ পরীক্ষায় ফেনী জেলায় অংশ নিচ্ছে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী। জেলার ৬টি উপজেলার ৪৪টি কেন্দ্রে ২৮৮টি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা গ্রহনে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, এবার এসএসসিতে ২২টি কেন্দ্রে ১৮৫টি বিদ্যালয় থেকে ১৮ হাজার ১৯১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। একইভাবে দাখিলে ৯টি কেন্দ্রে ১০৫টি মাদরাসার ৫ হাজার ৩শ ৯৯ শিক্ষার্থী, এসএসসি ও দাখিল ভোকেশনালে ৬টি কেন্দ্রে ২০টি বিদ্যালয়ের ১ হাজার ৫১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।
এর মধ্যে এসএসসিতে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮শ ৬৪, ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৭৮, ফেনী গার্লস ক্যাডেট কলেজ কেন্দ্রে ৫৬, ফাজিলপুর ডবিøউবি কাদরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮শ ২০, শরীষাদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬শ ১৪, ধলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ ৯৩, বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে ৩শ ৭৬ শিক্ষার্থী, লেমুয়া উচ্চ বিদ্যালয়ে ৪শ ১০, পরশুরাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৫১, ফুলগাজী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৬২, আলী আজ্জম উচ্চ বিদ্যালয়ে ৭শ ১০ শিক্ষার্থী, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮শ ৪, ছলেমা নজির উচ্চ বিদ্যালয়ে ৩শ ৬৬, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭শ ৩৭, সোনাগাজী মোহাম্মদ সাবের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬শ ৬৩, বক্তারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ে ৯শ ৫৬, ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে ৪শ ৮৯, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩শ ৯৪, দাগনভূঞা আতাতুর্ক সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে ৮শ ৭৭, সুজাতপুর উচ্চ বিদ্যালয়ে ৭শ ১৪, সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ে ৬শ ৪৮ ও দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ২শ ৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
দাখিলে ফেনী আলীয়া কামিল মাদরাসা কেন্দ্রে ১ হাজার ১শ ১৬, সোনাগাজী ফাজিল মাদরাসা কেন্দ্রে ৫শ ৭০, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ১ হাজার ১শ ৩৭, পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৪শ ৮৬, দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৫শ ৮, কোরাইশমুন্সি আলীম মাদরাসা কেন্দ্রে ৪শ ২৪, মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ২শ ৫৮, বক্তারমুন্সি ফাজিল ডিগ্রী মাদরাসা কেন্দ্রে ৪শ ৭২, গোবিন্দপুর ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ৪শ ২৮ শিক্ষার্থী অংশ নেবে।
এসএসসি ও দাখিল ভোকেশনালে ফেনী টেকনিকেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩শ ৬১, ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৫, পরশুরাম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৭, ফাজিলপুর ডবিøউবি কাদরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬২, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ ৬৯, বক্তারমুন্সী ফাজিল ডিগ্রি মাদরাসায় ৪শ ৭২, গোবিন্দপুর ছিদ্দিকিয়া ফাজিল মাদরাসায় ৪শ ২৮, সোনাগাজীর মোহাম্মদ সাবের আহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয়ে ১শ ৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষার দিনে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারিসহ পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে। জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ভিজিলেন্স টীম, প্রত্যেক কেন্দ্রে ১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে একটি মেডিকেল টীম ও প্রত্যেক কেন্দ্রের জন্য ১জন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে।