শহর প্রতিনিধি :
ফেনী জেলা কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে রাজধানীর আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। বুধবার বিকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক আহাম্মদ ভূইয়া।
সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যক্ষ ফরমেশ চন্দ্র দাস, সহকারী অধ্যাপক মো: আইয়ুব আলী, আবুল কালাম, নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, মাহমুদুল হাসান মোল্লা, কমল ভৌমিক, সাইদুল হক, দিপংকজ নাথ, বিবি রহিমা, মাজহারুল ইসলাম রাসেল, আরিফুর রহমান, খুরশিদ আলম মাহাদী, খালেদ সাইফুল্লাহ, সৈয়দ আশরাফুল হক আরমান, জিয়াউল হক আরিফ, ইব্রাহিম খান, মহি উদ্দিন খন্দকার, মীর হোসেন। মানববন্ধনে ফেনী জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার বিপুল সংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা- অবিলম্বে খুনী বখাটে জিতুর গ্রেফতার দাবি করেন। এছাড়া শিক্ষকদের জন্য ’শিক্ষক সুরক্ষা আইন’ করার দাবি জানান।