দৈনিক ফেনীর সময়

ফেনীতে গরুর মাংসের দাম কমলেও দুধের দাম কমেনি

ইলিয়াছ সুমন :

ফেনীতে গরুর মাংসের দাম কমানো হলেও তরল দুধের দাম কমেনি। এতে ক্রেতাদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী শহরে গরুর মাংসের দাম কমাতে পদক্ষেপ নেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এতে ক্রেতাদের মাঝে স্বস্থি ফিরে আসে। শহরের বিভিন্ন পাড়া-মহল্লার একেক দোকানে একেক দামে বিক্রি করা হয় তরল দুধ। দুধের চাহিদা বেড়ে যাওয়ায় কতিপয় ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়।

শহরের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, ফেনী কেন্দ্রীয় বড় মসজিদ সংলগ্ন আল মজিব ডেইরী ফার্মে প্রতিকেজি তরল দুধ ৮০ টাকা, পুলিশ ফাঁড়ি সংলগ্ন ভূইয়া বাড়ী রোডে ডেইরী ইসলাম ট্রেডিংয়ে, শাহীন একাডেমি রোডের গ্রীন ডেইরিতে ৯০ টাকা, রামপুর ভূইয়া বাড়ী সড়কের আলী শপিং এ ১শ টাকা, ডাক্তারপাড়ার বিভিন্ন দোকানে ১শ টাকা, শাহীন একাডেমি রোডের বিভিন্ন দোকানে ১শ টাকা, মহিপাল, পাঁচগাছিয়া রোড়, মুক্তবাজার, শিশু নিকেতন মার্কেট, মিজান রোড সহ শহরের বিভিন্ন কনফেকশনারি, মুদি দোকানে ৯০ থেকে ১শ টাকা দামে বিক্রি করা হয়।

রামপুর ঝিলমিল ভবনের বসবাসকারী সাহাব উদ্দিন জানান, তিনি একেক দামে তরল দুধ কিনে থাকেন। মাঝে মাঝে দুধ গরম করলে দেখা যায় খাবার উপযোগী নয়। পরে জানতে পারি এক শ্রেণির প্রতারক পাউডার মিশিয়ে তরল দুধ বানিয়ে বিক্রি করে।

জেলা বাজার বিপনন কর্মকর্তা হারুন উর রশীদ জানান, ভেজাল তরল দুধ বিক্রেতাদের খুঁজে বের করতে কাজ করছি। চিহ্নিত করতে পারলে জেলা প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা নেয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, বিভিন্নসময় কিছু হকার নিজেদের ডেইরি ফার্ম আছে বলে পাউডার মিশ্রিত কল তরল দুধ বিক্রি করে। এতে কোনটি আসল কোনটি নকল বুঝা মুশকিল। ক্রেতারা অভিযোগ করলে পরবর্তী সময়ে তাদের কাছ থেকে দুধ কেনা বন্ধ করে দিই।

জানতে চাইলে ফেনীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউসার মিয়া জানান, তরল দুধের চাহিদা থাকায় এক শ্রেণীর প্রতারকরা পাউডার মিশ্রিত করে তরল দুধ বিক্রি করার অভিযোগ রয়েছে। পাউডার মিশ্রিত নকল তরল দুধ শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!