দৈনিক ফেনীর সময়

ফেনীতে নানা আয়োজনে মৎস্য সপ্তাহ উদ্বোধন

ফেনীতে নানা আয়োজনে মৎস্য সপ্তাহ উদ্বোধন

শহর প্রতিনিধি :

ফেনীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন হয়েছে। ‘নিরাপদে মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে রবিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, বাংলাদেশে মাছের উৎপাদন বড়েছে ৬ গুণ। মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পুর্ণতা অর্জন বর্তমান সরকারের একটি যুগান্তকারী সাফল্য।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন পাটোয়ারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: একরাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা বেগম, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল। মৎস্য প্রকল্প কর্মকর্তা মৈত্রী বড়–য়ার পরিচালনায় সভায় সরকারী কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শুরুতে উপজেলা চত্বরে মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও স্থানীয় পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সফল মাছচাষীদের মাঝে সম্মাননা ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!